Header Ads

কেন বন্ধ করা হল "ভবিষ্যতের ভূত" ? মেট্রো চ্যানেলে প্রতিবাদে সামিল কলাকুশলী এবং নাট্যকর্মীরা।

নজরবন্দি ব্যুরোঃ কোনও কারণ ছাড়াই হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পরিচালক অনিক দত্তের ছবি "ভবিষ্যতের ভূত"।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের কলা কুশলীরাও। কেন ছবি সরিয়ে নেওয়া হয়েছে তার সদুত্তর দর্শক এবং খোদ পরিচালকও খুঁজে পাননি। এই ব্যাপারে সাংবাদিকদের পরিচালক বলেন "আমাদের তরফ থেকে আমরা সব জানিয়েছি। প্রশাসনকেও চিঠি দেওয়া হয়েছে। এরপর উত্তর যা আসবে তার ওপর নেওয়া হবে সিদ্ধান্ত।"কেন বন্ধ করা হল এবং পরে আদৌ মুক্তির সম্ভাবনা রয়েছে কি না, তা জানতে রবিবার মেট্রো চ্যানেলে প্রতিবাদে সামিল হন কলাকুশলী এবং নাট্যকর্মীরা।


 পরিচালক অনীক দত্তও উপস্থিত ছিলেন। তিনি বলেন, "প্রতিবাদ নয় আমি কয়েকটি প্রশ্নের উত্তর জানতে উপস্থিত হয়েছি। কেন না জানিয়ে এই ছবি বন্ধ করা হল?" অভিনেতা কৌশিক সেন ও ঋদ্ধি সেন তাঁরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "কোনও ছবি পছন্দ না হলে তার সমালোচনা হতে পারে। কিন্তু জোর করে ছবি দেখতে না দেওয়া কখনি সমর্থন যোগ্য নয়।"





তথ্যঃ  বিশ্ব বাংলা


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.