ভোটের আগে ওয়েবের পর্দায় আসতে চলেছে মোদীর বায়োপিক।
নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে আসছে মোদী ম্যাজিক। শোনা যাচ্ছে এবার ওয়েবের পর্দায় আসতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর বায়োপিক। মোদীর ছোটবেলা থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত সময়ের লড়াইয়ের কাহিনি বর্ণিত রয়েছে এই গল্পে। গুজরাতের ভাদনগর, সিদ্ধপুরে চলছে ওয়েব সিরিজের শ্যুটিং।
পরিচালক উমেশ শুক্লার এই ছবিতে বর্ষীয়ান মোদীর ভূমিকায় থাকছেন মহেশ ঠাকুর। অন্যদিকে কম বয়সী নরেন্দ্র মোদীর ভূমিকায় থাকছেন শিল্পী আশিস শর্মা।ওয়েবসিরিজ নির্মাতাদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক দিককেই ছবির চিত্রনাট্যে গুরুত্ব দেওয়া হবে না, বরং মোদীর ব্যক্তিগত জীবনকেই গুরুত্ব দেওয়া হবে বেশি।
পরিচালক উমেশ শুক্লার এই ছবিতে বর্ষীয়ান মোদীর ভূমিকায় থাকছেন মহেশ ঠাকুর। অন্যদিকে কম বয়সী নরেন্দ্র মোদীর ভূমিকায় থাকছেন শিল্পী আশিস শর্মা।ওয়েবসিরিজ নির্মাতাদের দাবি, শুধুমাত্র রাজনৈতিক দিককেই ছবির চিত্রনাট্যে গুরুত্ব দেওয়া হবে না, বরং মোদীর ব্যক্তিগত জীবনকেই গুরুত্ব দেওয়া হবে বেশি।
No comments