Header Ads

আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মিতালি?

নজরবন্দি ব্যুরোঃ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরই আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নেবেন মিতালি।
তবে ৫০ ওভারে যেভাবে দেশকে নেতৃত্ব দেন, তেমনটাই দেবেন। বুধবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি২০ ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি মিতালির। পরের দুই ম্যাচে সুযোগ পাবেন কিনা তাও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে টি২০ থেকে সরে দাঁড়াতে চাইছেন মিতালি। মার্চে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে হরমনপ্রীত অ্যান্ড কোং।


 সম্ভবত সেটিই মিতালির শেষ আন্তর্জাতিক টি২০ সিরিজ।বোর্ডের এক কর্তা জানাচ্ছেন, ২০২০ সালে টি২০ বিশ্বকাপের জন্য এখন থেকেই দল গুছিয়ে নিচ্ছেন হরমনপ্রীত। তাই ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম একাদশে মিতালিকে রাখা হবে কিনা, সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে বিসিসিআই কর্তা বলেছেন, মিতালি খেলুন আর নাই খেলুন, এমন বিশ্বমানের ক্রিকেটারকে সম্মানের সঙ্গেই বিদায় জানানো হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.