Header Ads

দেশকে রক্ষা করতে মোদীকে হঠানোর প্রার্থনা জানিয়েছি গান্ধীজির কাছে, বললেন মমতা।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আগে এটাই শেষ অধিবেশন। আজ অধিবেশনের শেষ দিনে সংসদের বাইরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ দেখান। সেই বিক্ষোবে সামিল হন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি ধর্না থেকেই মোদী সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তাভাবনা বিভিন্ন। তবে আমরা সবাই গান্ধীজিকে মানি। কোনো অনুষ্ঠানের শুরুতেই আমরা গান্ধীজিকে স্মরণ করি। আজও গান্ধীজির কাছে প্রার্থনা করলাম, দেশকে রক্ষার জন্য মোদীকে সরাতে। একই সাথে দেশের সমস্ত মানুষকে রক্ষার জন্যেও প্রার্থনা করেছি, বলেন মমতা।"

আজ দুপুর ৩টে থেকে দিল্লির যন্তরমন্তরে গণতন্ত্র বাঁচাও সভা রয়েছে। সেই সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাংসদদের ধর্নায় সামিল হন তিনি। এদিন তৃণমূলের ধর্নায় আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.