Header Ads

কাল মাধ্যমিকে ইতিহাসের পরীক্ষা! এবার কি প্রশ্ন ফাঁসের হ্যাট্রিক হবে? আশঙ্কায় পরীক্ষার্থীরা।

নজরবন্দি ব্যুরোঃ আগামী কাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এর আগের দুই পরিক্ষাতে প্রশ্ন পত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে।
তবে এইসরকারের আমলে বহুবার প্রশ্ন ফাঁস হবার অভিযোগ উঠেছে। এর আগেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই একই ভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।আর এভাবে প্রশ্ন ফাঁসের খবরে বেশ বিরক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মধ্যরশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পরীক্ষা শুরুর আগে বেশ কিছু সতর্ক মুলক ব্যবস্থা গ্রহণ করেছিল মধ্য শিক্ষা পর্ষদ, কিন্তু তাতে যে সেরকম কাজ হয়নি তা আর বলার অপেক্ষা রাখেনা।কি কি ছিল সেই নিয়ম? পরীক্ষার্থীদের জন্যে নিয়মঃ কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না। মোবাইল ধরা পড়লে পরীক্ষা দিতে দেওয়া হবে না। খাতা RA করা হবে এবং পরীক্ষার পর ধরা পড়লে উত্তরপত্র RA করা হবে।


শিক্ষক, অশিক্ষক কর্মচারী-দের জন্যে নিয়মঃ মোবাইল সুইচ অফ করে প্রধান শিক্ষকের ঘরের আলমারিতে রাখতে হবে। যার চাবি থাকবে প্রধান শিক্ষকদের কাছে। এত সবের পরেও ঠেকানো যাইনি প্রশ্ন পত্র ফাঁস। তবে কি কাল ইতিহাস পরিক্ষার দিনও ঘটবে ঐ একই ঘটনা? আশঙ্কায় পরীক্ষার্থীরা

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.