Header Ads

১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।

নজরবন্দি ব্যুরোঃ ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বারের তুলনায় এক মাস আগে হচ্ছে এ বছরের পরীক্ষা।
সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবারের পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি । ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১৩% বেশি । ৬ লক্ষ ৩ হাজার ৩১১ জন ছাত্রী ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা দেবেন। মোট পরীক্ষার্থী ১০ লক্ষেরও বেশি , তবে গত বছরের তুলনায় ১৮ হাজার কম। সকাল সাড়ে দশটার মধ্যে প্রতিটি পরিক্ষা কেন্দ্রে পৌঁছবে প্রশ্নপত্র। ১১ টা বেজে ৩৫ মিনিটে পরীক্ষা হলে দেওয়া হবে প্রশ্ন।

 ১১ টা ৫৫ মিনিটে খাতা দেওয়া হবে পরীক্ষার্থীদের। ১২ টা থেকে ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা।পরীক্ষা চলাকালীন কড়া নিরাপত্তা জারি থাকবে সমস্ত কেন্দ্রে। টিচিং, নন টিচিং কর্মী, পরীক্ষার্থী কাউকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হবে না পরীক্ষা চলাকালীন। অফিসার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেনু ইরচার্জ সহ মোট পাঁচজনকে মোবাইল ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে এলে প্রধান শিক্ষকের কাছে লকারে জমা রাখতে হবে তা লকারের চাবি থাকবে ভেনু ইনচার্জের কাছে।

 শুধু সময় দেখা যায়, এমন ঘড়ি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের।পর্ষদের সভাপতি জানিয়েছেন, পরীক্ষার্থী অসুস্থ থাকলে হাসপাতালে পরীক্ষা নেওয়ার সবরকম ব্যবস্থা নেবে পর্ষদ। লেখার সমস্যা অথবা জখম হওয়ার কারণে পরীক্ষার্থী নিজে লিখতে না পারলে রাইটারে নেওয়ার অনুমতি নিতে হবে পর্ষদের কাছ থেকে। পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথি হারিয়ে ফেললে অবিলম্বে পুলিশকে বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৬ টা থেকে খোলা থাকবে মাধ্যমিকের কন্ট্রোলরুম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.