Header Ads

অনিল আম্বানির হয়ে মামলা লড়ছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল! অস্বস্তিতে কংগ্রেস।

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস সভাপতি একটি ইমেলের কপি তুলে ধরে দাবি করেন, রাফালে চুক্তি সম্পর্কে আগে থেকেই জানতেন অনিল আম্বানি।
জাতীয় নিরাপত্তার তোয়াক্কা না করে চরম গোপনীয় এই চুক্তির শর্ত আগে থেকেই আম্বানিদের জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে, কপিল সিব্বল নিজেও ওই ইমেলের কপিটি টুইটারে পোস্ট করেন। কিন্তু, এরপরই আবার তিনি আদালতে গিয়ে অন্য একটি মামলায় অনিল আম্বানিরই পক্ষ নেন। সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবীদের মধ্যে অন্যতম কপিল সিব্বল। অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনের আইনি ব্যপারগুলি দীর্ঘদিন ধরেই দেখাশোনা করেন তিনি।

 মঙ্গলবার সুপ্রিম কোর্ট আম্বানির সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা চলছে। এরিকসন ইন্ডিয়া আম্বানির বিরুদ্ধে সাড়ে ৫০০ কোটি টাকার একটি মানহানির মামলা করে। সেই মামলায় রিলায়েন্সের হয়ে সওয়াল করছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি এবং কপিল সিব্বল। সিব্বল এভাবে আম্বানির পক্ষ নিয়ে কংগ্রেসের জন্য রীতিমতো অস্বস্তি ডেকে এনেছেন। বিরোধীরা বলছেন, আম্বানিরা যদি দুর্নীতিগ্রস্তই হবেন, তাহলে সিব্বল তাদের হয়ে সওয়াল করছেন কেন?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.