Header Ads

বাংলাদেশ থেকে দুবাই গামী বিমান ছিনতাইয়ের চেষ্টা

নজরবন্দি ব্যুরোঃ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ঢাকা থেকে দুবাই গামী একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলে খবর। রবিবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিকেল ৩টে বেজে ২০ মিনিটে ওঠে এই বিমানটি।

 স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি ছিনতাইয়ের কবলে পড়ে বলে মনে করা হচ্ছে। বিমানের ভেতর থেক গুলির আওয়াজ পাওয়া গিয়েছে বলে খবর। এক জনের গুলি লাগার খবর পাওয়া গিয়াছে।সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিমান যখন মাঝ আকাশে, এমন অবস্থায় আচমকা এক যুবক পাইলটের কেবিনে ঢুকে পড়ে। কেউ কিছু বোঝার আগেই সে পাইলটের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। বিমানে তখন ১৪২ জন যাত্রী এবং দুই পাইলট সহ ৭ জন বিমান কর্মী ছিলেন।

 ওই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার দাবি জানান। পাইলট তাঁকে আশ্বস্ত করেন এবং নির্ধারিত সূচি অনুসারেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান অবতরণ করান। বিমান নামার সঙ্গে সঙ্গে ছিনতাই হওয়া বিমান ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ডাকা হয় বাংলাদেশের নৌ কম্যান্ডোদের বিশেষ বাহিনীকে।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.