রাজ্য থেকে বিজেপির প্রার্থী হেমা মালিনী?
নজরবন্দি ব্যুরো: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপির প্রার্থী করা হতে পারে হেমা মালিনীকে। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের কোনও একটি আসন থেকে ড্রিম গার্লকে প্রার্থী করতে চান বিজেপির নেতারা।
কথা বার্তাও নাকি প্রায় পাকা। এই খবর ছড়িয়ে পড়ার পরে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়, রাজ্যে প্রার্থী না থাকায় বাইরে থেকে প্রার্থী আনতে হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ানো তারকা প্রার্থীদের বেশিরভাগেরই কেন্দ্রের শাসকদলের পাশে দেখা যায় না।
এমনটাই অভিযোগ। যাঁদের মধ্যে রয়েছেন নিমু ভৌমিক, বাপি লাহিড়ী, পিসি সরকার। এদের আবার কেউকেউ বিজেপির বিরুদ্ধে বয়ানও দিয়েছেন। তবে রূপা গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়ের মতো ব্যতিক্রমীরাও রয়েছে। সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তাঁদের অনেকেই আর বিজেপিতে নেই। মন্তব্য করেছে কংগ্রেস।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ানো তারকা প্রার্থীদের বেশিরভাগেরই কেন্দ্রের শাসকদলের পাশে দেখা যায় না।

No comments