"হারিয়ে ফেলেছি তোকে" - শিউলি
"হারিয়ে ফেলেছি তোকে"
শিউলি নন্দন
বছর ষোলো সঙ্গী ছিলিহঠাৎ কেন হারিয়ে গেলি ।কলেজের সেই প্রথম দিনেসবাই তোকে নিলো চিনে ॥প্রাণ খোলা হাসিতে তুইকরেছিলি বাজিমাত ।আমরা তোর কথা শুনেবলতাম ..আরে ক্যা বাত ॥আসা -যাওয়ার মাঝে তুইবড্ড সময় কম পেলি ।এই ভাবে কাঁদাবি যদিমনে ভেবেছিলি ,কেন তবে বন্ধুদেরআপন করে নিলি ॥বলেছিলি প্রতি জন্মেবন্ধু হবি সবার ।চলেই যদি যাবিকি দরকার ছিলো আসার ॥শরীরে তোর অনুপস্থিতিমনের মাঝে তোর স্মৃতিরইবে আজীবন ।বন্ধু তুই ভালো থাকিসনতুন শরীরে ফিরে আসিস ॥
কবিঃ শিউলি নন্দন
বৈকুণ্ঠপুর, বর্ধমান


No comments