Header Ads

ভোটের আগে বাড়ি বা ফ্ল্যাট ক্রেতাদের জন্য সুখবর দিল কেন্দ্র। জিএসটি-র হার কমলো অনেকটা।

নজরবন্দি ব্যুরো: ভোটের আগে মধ্যবিত্তের জন্য সুখবর আসল। কারণ যারা নতুন ফ্ল্যাট কিনবেন বলে ভাবছেন তাদের এবার জিএসটি-র হার ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হল। পাশাপাশি দামি ফ্ল্যাটের ক্ষেত্রেও জিএসটি এখনকার ১২ শতাংশ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ। একই সঙ্গে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাটের সংজ্ঞাও বদলানো হয়েছে। ৪৫ লক্ষ টাকা পর্যন্ত দামের ফ্ল্যাটকে এখন থেকে সাধ্যের মধ্যে থাকা ফ্ল্যাট হিসেবে ধরা হবে। মেট্রো শহরের ক্ষেত্রে তার মাপ হবে সর্বাধিক ৬০ বর্গমিটার।

 অন্যান্য শহরের ক্ষেত্রে ৯০ বর্গমিটার। তবে প্রোমোটারেরা কাঁচামালে মেটানো কর ফেরত বা ‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’-এর সুবিধা পাবেন না। আগামী ১ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে বেশ কিছুটা দাম কমবে বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।নোট বাতিল এবং জিএসটি-র ধাক্কায় আবাসন ক্ষেত্র ধুঁকছিল। ফ্ল্যাটের বিক্রি বাড়লে সেই আবাসন ক্ষেত্র চাঙ্গা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.