ইস্টবেঙ্গল-কাশ্মীর ম্যাচে হবে শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে। জানিয়ে দিল ফেডারেশন।
নজরবন্দি ব্যুরোঃ প্রতিবাদ করেও কাজ হল না। অবশেষে ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-কাশ্মীর ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল চলতি মাসের শেষে কাশ্মীরে গিয়েই আই লিগের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
দলের নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে বলেও জানানো হয়। ২৭ ফেব্রুয়ারি কাশ্মীর পৌঁছে ম্যাচের প্রস্তুতি নেমে আলেজান্দ্রোর দল। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরের টিআরসি স্টেডিয়ামে দুপুর ২ টোয় ম্যাচ খেলবে তারা।

No comments