ধোনির অবসর নিয়ে মুখ খুললেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।
নজরবন্দি ব্যুরোঃ কবে ক্রিকেট কে বিদায় জানাবেন ধোনি? এটা লাখ টাকার প্রশ্ন।অনেকেই ধোনির অফ ফর্ম দেখে তাঁর অবসর নেওয়া উচিত বলে মতামত প্রকাশ করেছিলেন।
কিন্তুতাদের ভুল প্রমাণ করে বার বার তিনি ফিরে এসেছেন।কিন্তু এত সবের মধ্যেও ধোনির অবসরের প্রসঙ্গ আরও একবার উসকে দিলেন জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।তিনি জানান, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। তিনি বলেন, 'এমন একটা বড় টুর্নামেন্টের আগে আমরা এমন কোনও বিষয় নিয়ে আলোচনা করতেও চাই না। এতে ফোকাস নষ্ট হতেই পারে।
এখন সমস্ত এনার্জি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই মজুত করা হচ্ছে।' ওপর দিকে ধোনির বর্তমান ফর্ম নিয়ে প্রধান নির্বাচক বলেন ধোনি যত ম্যাচ খেলার সুযোগ পাবেন, ততই তাঁর ব্যাটিংয়ের রিহার্সালটা হয়ে যাবে। তাই আইপিএলটা তাঁর জন্য প্রস্তুতির একটা ভাল মঞ্চ। সেখানে প্রায় ১৪-১৫ টা ম্যাচ খেলবেন ধোনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তাঁর যে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল, তা ধরে রাখার এটাই আসল মঞ্চ। তবে প্রসাদ যে তাঁর পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি, সেকথাও বলেন তিনি।
কিন্তুতাদের ভুল প্রমাণ করে বার বার তিনি ফিরে এসেছেন।কিন্তু এত সবের মধ্যেও ধোনির অবসরের প্রসঙ্গ আরও একবার উসকে দিলেন জাতীয় নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।তিনি জানান, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। তিনি বলেন, 'এমন একটা বড় টুর্নামেন্টের আগে আমরা এমন কোনও বিষয় নিয়ে আলোচনা করতেও চাই না। এতে ফোকাস নষ্ট হতেই পারে।
কোন মন্তব্য নেই