মাধ্যমিক শুরু, সরকারকে চাপে ফেলতে আজ থেকেই জোরদার আন্দোলনে শিক্ষক পদপ্রার্থীরা।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর সেই দিনকেই বিক্ষোভ প্রদর্শনের দিন হিসেবে বেছে নিলেন শিক্ষক পদপ্রার্থীরা।
মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক দিলেন একদল চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ নিয়ে উদাসীনতার প্রতিবাদে এই ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। প্রসঙ্গত, একাদশ-দ্বাদশ শ্রেণীতে নিয়োগের পরীক্ষা হয় ২০১৬ সালের ডিসেম্বরে। প্যানেল প্রকাশিত হয় ২০১৭-র নভেম্বরে। তারপরে প্রথম ও দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হলেও তৃতীয় দফার কাউন্সেলিং আজও হয়নি। এর প্রতিবাদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভে চাকরি প্রার্থীরা।
মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক দিলেন একদল চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ নিয়ে উদাসীনতার প্রতিবাদে এই ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। প্রসঙ্গত, একাদশ-দ্বাদশ শ্রেণীতে নিয়োগের পরীক্ষা হয় ২০১৬ সালের ডিসেম্বরে। প্যানেল প্রকাশিত হয় ২০১৭-র নভেম্বরে। তারপরে প্রথম ও দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হলেও তৃতীয় দফার কাউন্সেলিং আজও হয়নি। এর প্রতিবাদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভে চাকরি প্রার্থীরা।
কোন মন্তব্য নেই