Header Ads

কাশ্মীরিদের সুরক্ষার জন্য নোটিশ সুপ্রিম কোর্টের!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এই হামলার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন কাশ্মীরি যুবক-যুবতীরা। এবার তাঁদের উপর এই হামলা রুখতে কড়া পদক্ষেপ শীর্ষ আদালতের। দেশের বিভিন্ন অংশ বসবাসকারী কাশ্মীরিদের সুরক্ষার জন্য শুক্রবার কেন্দ্র-সহ এগারোটি রাজ্যকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ দিল সুপ্রিম কোর্ট।
এই রাজ্যগুলি হল- জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। পুলওয়ামা হামলার পরই দেশের বিভিন্ন অংশে, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরিদের আক্রান্ত হতে হচ্ছে। এর প্রেক্ষিতে আদালতের এই রায় বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.