Header Ads

পরীক্ষার্থীদের সুবিধায় চালু হল মাধ্যমিকের কন্ট্রোল রুম।

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র ৬ দিন। শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখে চালু হল কন্ট্রোল রুম। পরীক্ষা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান মিলবে এখানে ফোন করলে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আজ থেকে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। আগামি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে এই ব্যবস্থা। জেনে রাখুন কন্ট্রোল রুমের ফোন নম্বর-
২৩৫৯-৩৮৭২
২৩৫৯-২২৭৮
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এবং প্রয়োজনে কোনো বিষয়ে অভিযোগ জানাতে ই-মেল করা যাবে  madhyamik.parikshya@gmail.com এ।
এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া হয়েছে পর্ষদ সভাপতি, ডেপুটি সেক্রেটারি(শিক্ষা), ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা) ও ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন) এর ফোন নম্বর।
পর্ষদ সভাপতি- ২৩২১-৩৮৪৪/ ৯০৫১৪১৪১১১
ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন) - ৯০৫১০৬৮৫৪৮
ডেপুটি সেক্রেটারি(শিক্ষা)- ৭০০১৩৪৫৩২১
ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা)- ২৩২১-৩৮৪৪।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.