Header Ads

ভারতে ঢোকার চেষ্টা, পাক যুবতীকে গুলি করল বিএসএফ।

নজরবন্দি ব্যুরো: বুধবারের সকালে পঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক সেক্টর। ভারত-পাক সীমান্ত। সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সেনারা। তাদের চোখে পড়ে এক পাক যুবতী সীমান্তরেখা পার করে ভারতে আসার চেষ্টা করছে।
বিষয়টা নজরে পড়তেই তার দিকে তেড়ে যান ভারতীয় সেনারা। ওই যুবতীকে ফিরে যেতে বলেন।
কিন্তু ওই যুবতী সেই সতর্কবার্তা শুনেও তা গ্রাহ্য না করে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। ফলে প্রোটোকল মেনেই তাকে গুলি করে বিএসএফ। গুলিতে জখম হয়ে লুটিয়ে পড়ে ওই যুবতী।
ওই পাক যুবতীকে ভারতীয় ভূখণ্ডের মধ্যেই আহত অবস্থায় উদ্ধার করে বিএসএফ। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। কেন সে এভাবে ভারতে ঢুকে এসেছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.