২২০ রানের টার্গেট ভারতের সামনে।
নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।
ভারতকে ২২০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড।পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ছিনিয়ে নেওয়ার পর ভারতের পাখির চোখ এখন টি-২০ সিরিজে। নিউজিল্যান্ড প্রথমে ওভার পিছু ১১-র গড়ে ৬৬ রান তুলল মানরো (৩২)-সাইফার্ট (৩৩) জুটি। ভুবি-খালিল ছাড়াও পাণ্ডিয়া ভাইয়েদের দিয়েও বল করালেন রোহিত।
কিন্তু কোনও লাভই হল না। আজ যে ফর্মে নিউজিল্যান্ডের ওপেনাররা রয়েছেন, তা রীতিমতো আতঙ্কের। কোনও বলই তাঁরা ছাড়ছেন না। বুঝিয়ে দিচ্ছেন বড় রানের টার্গেট দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। এবং শেষ পর্যন্ত করলো তাঁরা। ব্যাট কোর্টে নেমে শুরুতেই রোহিত আউট হন ১ রানে তাঁর পর ব্যাট কোরতে নামেন বিজয় শঙ্কর। শেখরের সাথে জুটি বেঁধে এখন ব্যাট করছেন তাঁরা। শেষ খবর অব্দি ভারত ৪ ওভার শেষে ৪৫ রান করেছে।
ভারতকে ২২০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড।পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ছিনিয়ে নেওয়ার পর ভারতের পাখির চোখ এখন টি-২০ সিরিজে। নিউজিল্যান্ড প্রথমে ওভার পিছু ১১-র গড়ে ৬৬ রান তুলল মানরো (৩২)-সাইফার্ট (৩৩) জুটি। ভুবি-খালিল ছাড়াও পাণ্ডিয়া ভাইয়েদের দিয়েও বল করালেন রোহিত।
কোন মন্তব্য নেই