Header Ads

বিমান হামলার ঘটনা স্বীকার করলো পাকিস্থান।

নজরবন্দি ব্যুরোঃ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের বায়ুসীমায় প্রবেশ করেছিল ভারতীয় জঙ্গিবিমান। স্বীকার করলেন পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। টুইটে তিনি ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের কথা স্বীকার করেছেন। পাকিস্তানি সেনার মুখপাত্র বলেছেন, 'ভারতীয় বায়ুসেনা মুজফ্ফরাবাদ এলাকায় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করে।


 পাকিস্তানি বায়ুসেনা জবাব দিলে ভারতীয় বায়ুসেনা নিজের এলাকায় ফিরে যায়। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।' ওপর দিকে বায়ু সেনা দাবি করে সওয়া তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের ৩টি জায়গায় প্রায় ১০০০ কেজি বোমা ফেলে তারা। ধ্বংস করা হয়েছে বালাকোট, মুজফ্ফরাবাদ ও চকৌটিতে জঙ্গিশিবিরগুলি। ২০ মিনিটের মধ্যে অপারেশন শেষ করে ভারতে ফেরে বিমানগুলি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.