বিকল ইঞ্জিনে রাতভর ভোগান্তিতে যাত্রীরা। আটকে রইলো কাটিহার-মালদা কোর্ড ডেমু ট্রেন।
নজরবন্দি ব্যুরোঃ আবার ট্রেন পরিষেবায় সমস্যা ও বিঘ্নের জেরে রাতভর আটকে রইলো ট্রেন। আজ সকালে ইঞ্জিন সারিয়ে তোলার চেষ্টা শুরু হয় রেলকর্মীদের তরফে। কাটিহার ডিভিশনের মালাহার ও সামসী স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে।
বুধবার রাতে মালাহার ও সামসী স্টেশনের মাঝে খারাপ হয়ে যায় কাটিহার-মালদা কোর্ড ডেমু ট্রেনের ইঞ্জিন। ফলে বিঘ্ন ঘটে রেল চলাচলে। ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। খবর পৌঁছয় কাটিহার ডিভিশনে। আজ সকালে রেলকর্মীরা এসে ইঞ্জিনটি কোনোমতে সরিয়ে নিয়ে যায়। রেল চলাচল শুরু হয় এরপরে। তবে দেরিতে চলছে ট্রেন। এনিয়ে রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
বুধবার রাতে মালাহার ও সামসী স্টেশনের মাঝে খারাপ হয়ে যায় কাটিহার-মালদা কোর্ড ডেমু ট্রেনের ইঞ্জিন। ফলে বিঘ্ন ঘটে রেল চলাচলে। ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। খবর পৌঁছয় কাটিহার ডিভিশনে। আজ সকালে রেলকর্মীরা এসে ইঞ্জিনটি কোনোমতে সরিয়ে নিয়ে যায়। রেল চলাচল শুরু হয় এরপরে। তবে দেরিতে চলছে ট্রেন। এনিয়ে রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

No comments