Header Ads

লোকসভায় প্রার্থী হতে পারেন বিকাশ ভট্টাচার্য ও দেবলীনা হেমব্রম!

নজরবন্দি ব্যুরো: একদিকে যেমন কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে অপরদিকে প্রার্থী ঠিক করার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে সিপিআই(এম) নেতৃত্ব। দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় বামেদের প্রার্থী প্রায় চূড়ান্ত।
তবে সিপিআই(এম) এখনও প্রার্থী ঠিক করে উঠতে পারেনি কলকাতার দু'টি কেন্দ্রে। কলকাতার এই দুই কেন্দ্রে প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার আলিমুদ্দিনে আলোচনায় বসছে সিপিআই(এম) এর রাজ্য কমিটির সদস্যরা। রাজ্য কমিটির পরই ফের সম্পাদক মণ্ডলীর বৈঠক বসবে প্রার্থী নিয়ে। আগামী মাসের ৩ তারিখ কেন্দ্রীয় কমিটির বৈঠকে ২০টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হবে।

সূত্রের খবর,আর ৫-৬ দিনের মধ্যে রাজ্য বামফ্রন্টের প্রার্থী তালিকা ঠিক করে ফেলতে চাইছে সিপিআই(এম)। সিপিআই(এম) এর রাজ্য নেতৃত্বের আশা, এই ৫-৬ দিনের মধ্যে কংগ্রেসের সঙ্গে একটি রফা সূত্র বের করা সম্ভব হবে। দমদম লোকসভা কেন্দ্র নিয়ে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অনেকটাই রক্ষণশীল সিপিআই(এম)।
জেলা সিপিআই(এম) সূত্রে খবর, উত্তর দমদমের বিধায়ক তন্ময় ভট্টাচার্যর পাশাপাশি গৌতম দেব ঘনিষ্ঠ কার্যনির্বাহী জেলা সম্পাদক পলাশ দাসের নাম একটি মহল থেকে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তেমনই দলের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর নাম নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবার জেলা কমিটির বৈঠকে। তবে দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর কেন্দ্রের জন্যও বিকাশ-বাবুকে নিয়ে আলোচনা চলছে। তাই এই কেন্দ্রের ফয়সালার দায়িত্ব রাজ্য নেতৃত্বের উপর চাপিয়ে হাঁফ ছেড়েছে জেলা সিপিআই(এম) নেতৃত্ব। ঝাড়গ্রাম আসনে সিপিআই(এম) প্রার্থী হতে চলেছেন ব্রিগেড মাতানো দেবলীনা হেমব্রম।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.