শুটিংএ বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অপূর্বী চান্ডেলা।
নজরবন্দি ব্যুরোঃ শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অপূর্বী চান্ডেলা। দিল্লিতে শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫২.৯ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন চান্ডেলা। বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে এই নিয়ে তিনটি পদক হয়ে গেল চান্ডেলার।
২০২০ টোকিও অলিম্পিকে আগেই জায়গা পাকা করে নিয়েছেন চান্ডেলা। শুটিং বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বে তিনি চতুর্থ স্থানে শেষ করেন।
Loading...
কোন মন্তব্য নেই