রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা জবাব অনিল আম্বানির ।
নজরবন্দি ব্যুরোঃ রাহুল গান্ধী এদিন সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাফালে চুক্তি ইস্যুতে চূড়ান্ত আক্রমণ করেন। একটি ইমেল দেখিয়ে রাহুল বলেন, নরেন্দ্র মোদী রাফালে চুক্তিতে অনিল আম্বানির হয়ে দালালি করেছেন। অনিলকে চুক্তির বিষয়ে মোদী বলেছেন।
তারপরই তিনি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা খোলেন।
এই প্রসঙ্গে মুখ খুলল অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্স। তাঁরা বলেন তথ্য বিকৃতি করে, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে রিলায়েন্স পাল্টা অভিযোগ করেছে। অনিল আম্বানি বলেন যে ই মেইল টি দেখানো হয়েছে তার সঙ্গে ৩৬ টি রাফায়েল বিমান কেনার কোন সম্পর্ক নেই , সত্য কে বিকৃত করে ধামা চাপা দেয়ার চেষ্টা হয়েছে বলে জানান অনিল আম্বানি ।
কোন মন্তব্য নেই