Header Ads

শেষ নিশ্বাস ত্যাগ করলেন কবি আল মাহমুদ।

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত হলেন কবি আল মাহমুদ। বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় কবি মীর আবদুস শুকুর আল মাহমুদ। গতকাল রাত ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বয়স। নিউমোনিয়া এবং বার্ধক্য জনীত রোগে আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেন তিনি।

১৯৩৬ সালের ১১ জুলাই বাংলাদেশের ব্রাহ্মনবেড়িয়ায় জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তাঁর কবিতার চিত্রপটে ধরা পড়ে রাজনীতি, সামাজিক নিপীড়ন , দেশপ্রেম, দ্রোহ। ১৯৬৮ সালে বাংলা অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন। কবি-প্রতীভার জন্য পেয়েছেন আরও অনেক সম্মান। সাংবাদিক হিসেবেও কর্মজীবন কাটিয়েছেন কবি আল মাহমুদ। দৈনিক গণকন্ঠ পত্রিকার সম্পাদকের ভূমিকা পালন করেন তিনি। শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ধানমন্ডির এক হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। অবশেষে ১১টা ৫ মিনিটে চলে যান কবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.