Header Ads

পাক আর্মির পর এবার যুদ্ধ না করার বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ বুধবার বিকেলে পাকিস্তানের সরকারি রেডিয়োতে ভাষণ দিয়েছেন ইমরান খান। পুলওয়ামায় জঙ্গি হামলা হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী।
সে দিন ভোররাতে ভারতীয় বায়ুসেনার অতর্কিত হামলায় পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে যায়।পুলওয়ামা হামলা ভারতের কাছে বড় ‘আঘাত’ বলে মন্তব্য করে সমবেদনার বার্তা দিতে চেয়েছেন ইমরান। তার পরে বলেছেন, ‘‘আমরা আলোচনার টেবিলে আসতে চাই এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে চাই, যা দু’দেশেরই ক্ষতি করছে। পাকিস্তানও সন্ত্রাসের শিকার, পাকিস্তানের বহু মানুষও সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত এবং পাকিস্তানের মাটিকে সন্ত্রাসের কাজে ব্যবহৃত হতে দিয়ে পাকিস্তানের কোনও লাভ নেই।

 কোনও যুদ্ধেই সমস্ত অঙ্ক মেলেনা। আমি ভারতকে প্রশ্ন করতে চাই, ভারত বা আমাদের হাতে যে ধরনের সমরাস্ত্র রয়েছে, তাতে এই রকম ভুল পদক্ষেপের ঝুঁকি কি আমরা আদৌ নিতে পারি?” এ দিন ইমরান আরও বলেন, “ভারতকে আশ্বাস দিয়েছিলাম যে, আমরা তদন্ত করব। কিন্ত তারপরেও আমার একটা আশঙ্কা ছিল যে, ভারত এই রকম কিছু একটা করতে পারে। কারণ ভারতে সামনেই নির্বাচন।” যুদ্ধের বিরুদ্ধে যে ভাবে বার বার সওয়াল করছেন ইমরান খান, তাকে অবশ্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের মতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার মত শক্তিশালী নয়,যুদ্ধের বিপুল খরচ পাকিস্তান এখন বহন করতে পারবে না।সেই কারণেই সরাসরি যুদ্ধে যাওয়া এড়াতে চাইছে পাক সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.