পাকিস্তানকে এর জন্য চরম মূল্য দিতে হবে- ইরান
নজরবন্দি ব্যুরোঃ ভারতের মতো ইরানও পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস হানায় জর্জরিত। বুধবার কাশ্মীরের পুলওয়ামার মতো ইরানে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা।
যে হামলায় ২৭ জন ইরাকি সেনা(যাদের ইসলামি গার্ড বাহিনী বলা হয়) প্রাণ হারান। ইরানের অভিযোগ, পাকিস্তানের মদতে জঙ্গিরা এই আত্মঘাতী হামলা চালিয়েছে।সেনাদের শেষকৃত্যে এসে ইরানের সেনা প্রধান জেনারেল মহম্মদ আলি জাফারি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেন,
''পাক সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি কেন জঙ্গিদের আশ্রয় দিয়ে চলেছে? পাকিস্তানকে এর জন্য চরম মূল্য দিতে হবে।বুধবার ইরান-পাক সীমানে এক আত্মঘাতী জঙ্গি হামলায় ২৭ জন ইরাকি সেনা নিহত হন। সুন্নি গ্রুপ জৈশ অল আদল হামলার দায় স্বীকার করেছে।
যে হামলায় ২৭ জন ইরাকি সেনা(যাদের ইসলামি গার্ড বাহিনী বলা হয়) প্রাণ হারান। ইরানের অভিযোগ, পাকিস্তানের মদতে জঙ্গিরা এই আত্মঘাতী হামলা চালিয়েছে।সেনাদের শেষকৃত্যে এসে ইরানের সেনা প্রধান জেনারেল মহম্মদ আলি জাফারি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেন,
''পাক সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি কেন জঙ্গিদের আশ্রয় দিয়ে চলেছে? পাকিস্তানকে এর জন্য চরম মূল্য দিতে হবে।বুধবার ইরান-পাক সীমানে এক আত্মঘাতী জঙ্গি হামলায় ২৭ জন ইরাকি সেনা নিহত হন। সুন্নি গ্রুপ জৈশ অল আদল হামলার দায় স্বীকার করেছে।

No comments