পোখরানে মহড়া ভারতীয় বায়ু সেনা্র।
নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে স্বাধীনতার পরে সব থেকে বড় জঙ্গি হামলার দুদিনের মধ্যেই শনিবার রাজস্থানের পোখরানে অন্যতম বড় অনুশীলনে অংশ নিল ভারতীয় বায়ু সেনা।
১৪০ টি যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার অনুশীলনে অংশ নেয়।বায়ু সেনার প্রধান বিএস ধানোয়া বলেছেন, বায়ুসেনা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি। বায়ু শক্তির উদ্বোধনী দিনে তিনি অবশ্য পাকিস্তান কিংবা পুলওয়ামা হামলার কথা উল্লেখ করেননি। জাতীয় সুরক্ষায় চ্যালেঞ্জ গ্রহণ করতে তৈরি বায়ুসেনা জানিয়েছেন তিনি। বায়ু সেনা যে কতটা তৈরি, কতটা নিখুঁত লক্ষে তারা আঘাত হানতে সক্ষম, তা সবার সামনে তুলে ধরতেই এই অনুশীলন। যা করা হয়েছে খুব কম সময়ের নোটিশে।
এদিন অনুশীলনে অংশ নিয়েছিল লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আকাশ এবং আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র অস্ত্র। এছারও অনুশীলনে মিগ-২৯ যুদ্ধ বিমান ছাড়াও সুখোই ৩০, মিরাজ ২০০০, জাগুয়ার, মিগ ২১, বাইসন, মিগ ২৭, আইএল ৭৮, এএন-৩২ অংশ নেয়।
১৪০ টি যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার অনুশীলনে অংশ নেয়।বায়ু সেনার প্রধান বিএস ধানোয়া বলেছেন, বায়ুসেনা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি। বায়ু শক্তির উদ্বোধনী দিনে তিনি অবশ্য পাকিস্তান কিংবা পুলওয়ামা হামলার কথা উল্লেখ করেননি। জাতীয় সুরক্ষায় চ্যালেঞ্জ গ্রহণ করতে তৈরি বায়ুসেনা জানিয়েছেন তিনি। বায়ু সেনা যে কতটা তৈরি, কতটা নিখুঁত লক্ষে তারা আঘাত হানতে সক্ষম, তা সবার সামনে তুলে ধরতেই এই অনুশীলন। যা করা হয়েছে খুব কম সময়ের নোটিশে।


No comments