Header Ads

অন্ধকার নামতেই ৫ সীমান্তে একসাথে হামলা পাকিস্তানের!! জবাব দিচ্ছে ভারত #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ভোরবেলা নিজেদের আকাশে ভারতের জায়ান্ট মিরাজ ২০০০ কে সামলাতে পারেনি পাকিস্তানি এফ ১৬। ঘরে ঢুকে জঙ্গি নিকেশ করে বদলা নিয়েছে ভারতীয় বায়ুসেনা। ৪৯ জন শহিদের মৃত্যুর বদলা নিয়েছে ৩৫০ জন গঙ্গি নিকেশ করে। রাওয়াল পিণ্ডির হাসপাতালে 'সেফ জোনে' থাকায় বেঁচে গেছে মাসুদ আজাহার কিন্তু ঝাড়েমূলে উৎখাত হয়েছে তাঁর বংশ।
  সাতসকালের সেই দুঃস্বপ্ন কাটিয়ে উঠতেই পাকিস্তানের সময় লেগেছে সারাদিন। শক্তিশালী দেশগুলির কাছে নালিশ জানাতেই গেছে দিনভর। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। অন্ধকার নামতেই, ৬টা নাগাত একসাথে ৫টি সীমান্তে গোলাবর্ষন শুরু করেছে পাকিস্তান। যায়গায়
সীমান্তে নৌশেরা, রাজৌরি, পুঞ্চ, কৃষ্ণাঘাঁটি ও আখনুর সেক্টরে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গোলা গুলি বর্ষণ শুরু করেছে পাক রেঞ্জার্স। কিন্তু ভারতের প্রস্তুতি নেওয়া ছিল আগে থেকেই। পাকিস্তানের গুলি বৃষ্টির পাল্টা গুলিবৃষ্টি শুরু করেছে ভারতীয় সেনা বাহিনী। সীমান্ত জুড়ে বারুদের গন্ধ আর যুদ্ধের আবহ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.