Header Ads

পাকিস্তানের হাওয়া শেষ,ভারতের কাছে শান্তি ভিক্ষা ইমরান খানের!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামাকাণ্ডের পরবর্তী পর্যায়ে ইমরান খান এক বার্তায় ইতিমধ্যেই জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় তিনি ইচ্ছুক। কিন্তু সে কথার কোন পাত্তা দেয়নি ভারত। ভারতের বিভিন্ন কার্যকলাপে ভয়ে কাঁপছে পাকিস্থান।

তাই এবার আবার ইমরান খানের তরফে এল শান্তির আবেদন।পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয় , 'পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের প্রতিশ্রুতি রাখেন। যদি ভারত আমাদের প্রমাণ দেয তাহলে আমরা ব্যবস্থা নেব'।পাশাপাশি এক বিবৃতিকে ইমরান খান ভারতের কাছে আবেদন করেন, 'শান্তির সুযোগ দিন'। উল্লেখ্য, এর আগে রাজস্থানের সভায় মোদী ইমরান খানকে উদ্দেশ্য করে বলেছিলেন ' আপনি যদি সত্যিই পাঠানপুত্র হন তাহলে সসম্মানে ব্যবস্থা নিন। আর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.