Header Ads

অসম যুদ্ধে জিতলেন বাস্তবের নায়ক কমান্ডার অভিনন্দন। জানুন, গর্ব করুন আপনিও।

নজরবন্দি ব্যুরোঃ  অস্ত্রহীন রক্তাক্ত আহত চোখ কাপড়ে ঢাকা হাত পিছমোড়া করে বাঁধা ভারতীয় বায়ুসেনার জওয়ানকে চলছে জিজ্ঞাসাবাদ!
কি মিশন আপনাদের?
নির্লিপ্ত মুখে উত্তাপহীন গলায় উত্তর "আমি একজন উইং কমান্ডার, নাম অভিনন্দন। সার্ভিস নম্বর ২৭৯৮১, হিন্দু। এর বেশি কিছু বলব না দুঃখিত।"
ঘোর শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে নিজেকে বিলিয়ে এবং বিকিয়ে না দেওয়া অভিনন্দন কে অভিনন্দন। সত্যিই সেনাবাহিনীর দৃঢ়তা, আমাদের সেনা আমাদের গর্ব, স্যালুট জওয়ান।
এবার একটু জেনে নিন ঘটনাটা ঠিক কি হয়েছিল। ভারতের আকাশসীমার মধ্যে গতকাল ঢুকে পড়ে পাকিস্তানি ফাইটার জেট এফ ১৬ মডেলের ৩ টি যুদ্ধ বিমান, তাদের লক্ষ ছিল কাশ্মীরের সামরিক ঘাঁটি।
নিজেদের আকাশে পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে কাল বিলম্ব না করে ভারত জবাব দেয় এফ ১৬ যুদ্ধ বিমানের তুলনার অনেক দূর্বল মিগ ২১ যুদ্ধ বিমান দিয়ে। কমাণ্ডার অভিনন্দন ভরতমন ১৩০ কোটির আধুনিক ফাইটার জেট এফ ১৬ কে তাড়া করেন ১৯৬০ সালের মডেল মাত্র ১৪ কোটির মিগ ২১ ফাইটার জেট নিয়ে। এবং তা দিয়েই ২ টো পাকিস্তানি যুদ্ধবিমান কে পিছু হটতে বাধ্য করেন অন্যটির ওপর গুলি বৃষ্টি করে ভুলুন্ঠিত করেন। তারপর অভিনন্দন চালিত মিগ ২১ এর ওপর ক্লোজ কম্বেট আর ৭৩ মিশাইল দিয়ে হামলা চালায় পাকিস্তান। ভেঙে পড়ে অভিনন্দনের বিমান। পাকিস্তানের হাতে যুদ্ধবন্দী হন ভারতীয় বায়ুসেনার কমাণ্ডার অভিনন্দন।
একবার ভাবুন ১৪ কোটির মিগ ২১ নিয়ে যদি এই কীর্তি করা যায় তাহলে সে জায়গায় ২১৪ কোটির শুখোই ৩০ যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানের এফ ১৬ কে তাড়া করলে কি হত? জয় জওয়ান। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.