Header Ads

" চোরের মায়ের বড় গোলা" বায়ুসেনার অভিযানের পর পাক বিদেশ মন্ত্রী শাহ মেহেমুদ কুরেশি সাংবাদিক সম্মেলনে কি বললেন?

নজরবন্দি ব্যুরোঃ বায়ুসেনার অভিযানের পর পাক বিদেশ মন্ত্রী শাহ মেহেমুদ কুরেশি সাংবাদিক সম্মেলন করে বললেন পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানোর সাহস ভারতের না দেখানোই উচিত। এই ঘটনার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে।

 পাকিস্তান জবাব দেবে।সাংবাদিকদের সামনে আসার আগে এ দিন ইসলামাবাদে তাঁর দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কুরেশি। সেই বৈঠকে কী কী আলোচনা হল, প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই সব জানাবেন পাক বিদেশমন্ত্রী। পাকিস্তানের এখন কী করণীয়, ভারতকে কী ভাবে জবাব দেওয়া হবে তা ওই বৈঠকেই চূড়ান্ত হবে বলে পাক বিদেশমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.