অযোধ্যা মামলা বিতর্কের অবসান শীঘ্রই!
নজরবন্দি ব্যুরো: অযোদ্ধা মামলা নিয়ে বিতর্ক অনেক বছর ধরে চলে আসছে। এবার এই সমস্যা সমাধান হতে চলেছে, এমটাই ইঙ্গিত পাওয়া গেল। অযোধ্যা মামলা নিয়ে শীঘ্রই চূড়ান্ত রায় জানাতে চাইছে শীর্ষ আদালত। মঙ্গলবার শুনানির সময়ে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাম মন্দির ইস্যু। প্রতি বারের মতন এবারেও, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়টিও জোরাল হয়ে উঠেছে লোকসভা নির্বাচনের আগে। যা নিয়ে আসরে নেমেছে একাধিক হিন্দুত্ব-বাদী রাজনৈতিক দল। ইতিমধ্যেই শিব-সেনা, বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক গেরুয়া সংগঠন অযোধ্যায় সমাবেশ করেছে।
Loading...
কোন মন্তব্য নেই