Header Ads

মোমবাতি মিছিল নয়, বিক্রির চার দিনের লভ্যাংশ দিয়ে শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিবন্ধী কল্যাণ সমিতি

রাহুল রায়, পূর্ব বর্ধমান: বলতে চলতে দেখতে অসুবিধা সম্বলিত কিছু মানুষ একত্রিত হয়ে আর ৫ জন সাধারণ মানুষের মতো ইনারাও দেশের জন্য প্রাণ দেওয়া ৪৬ জন বীর শহীদদের সম্মান জানানোর জন্য মোমবাতি মিছিলের আয়োজন করে। পরবর্তীকালে তারা এটা বোঝে ১০০ মোমবাতির দাম ৫০০ টাকা।

 সেই টাকাটা ও যদি পৌঁছে দেয়া যায় তাদেরই পরিবারবর্গের হাতে, হয়তো সর্বস্বান্ত পরিবারটির কোন না কোন কাজে লাগতে পারে। কারো কাছে অর্থ সাহায্য চেয়ে নয়, নদীয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতির উৎপাদিত পণ্য, মাশরুম ডালের বড়ি, পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ বিক্রির চার দিনের লভ্যাংশ একত্রিত করে ১১৭০ টাকা দান করল ইন্ডিয়ান আর্মি ওয়েল ফেয়ার সোসাইটির তহবিলে। উপস্থিত ছিলেন নদিয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মলয় দে সহ সদস্যরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.