ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে বিরাটদের আনন্দ। দেখুন ভিডিও
নজরবন্দি ব্যুরোঃ সোমবার (৭ জানুয়ারি) আম্পায়াররা সিডনি টেস্ট ড্র ঘোষণা করতেই অবসান ঘটেছে ৭১ বছরের প্রতীক্ষার।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে ইতিহাস ঘটিয়েছেন।কাজেই অস্ট্রেলিয়ার কঠিন হার্ডল পার করার পর স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠেন।
ড্রেসিংরুমে জয়ধ্বনি থেকে মাঠে ম্য়ান অব দ্য সিরিজ চেতেশ্বর পূজারার নাচ, এমনকী ভক্তদের প্রত্যাশা মিটিয়ে মাঠে বিরুষ্কা আবির্ভাব -এরকম নানা টুকরো টুকরো মুহূর্তের সাক্ষী থাকল এসসিজি। নিচের লিঙ্ক গুলিতে ক্লিক করে দেখুন ভিডিও।
https://twitter.com/BCCI/status/1082192586209521664
https://twitter.com/7Cricket/status/1082118510313058304
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতে ইতিহাস ঘটিয়েছেন।কাজেই অস্ট্রেলিয়ার কঠিন হার্ডল পার করার পর স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠেন।
https://twitter.com/BCCI/status/1082192586209521664
https://twitter.com/7Cricket/status/1082118510313058304

No comments