Header Ads

অস্ট্রেলিয়াকে ফলো-অন করাল বিরাট, কম আলোর জন্য খেলা বন্ধ, টেস্ট সিরিজ জয় এখন শুধুই সময়ের অপেক্ষা।

নজরবন্দি ব্যুরোঃ চতুর্থ দিনের সকালেই ফলো-অন এর ভ্রুকূটি ছিল অস্ট্রেলিয়ার উপর। সেই আশঙ্কাই সত্যি হল। বিরাট কোহলির বোলাররা অজি ব্যাটসম্যানদের ক্রমাগত চাপে রাখলেন। তৃতীয় দিনের শেষে ২৩৬/৬ ছিল অস্ট্রেলিয়া।
সেখান থেকে চতুর্থ দিনে ৩০০ রানে ইনিংস গুটিয়ে গেল তাদের। প্যাট কামিন্স লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে বোল্ড করলেন শামি। এর পর হ্যান্ডসকম্বকেও প্লেইড-অন করলেন বুমরা। নাথান লিঁয় ও হ্যাজলউডকে ফেরালেন কুলদীপ যাদব।

এই টেস্টের প্রথম ইনিংসে পাঁছ উইকেট পেলেন ভারতীয় চায়নাম্যান। তাঁর ঘূর্ণি সামলাতে নাকানি-চোবানি খেলেন অজি ব্যাটসম্যানরা।ফলো-অন করিয়ে অস্ট্রেলিয়াকে ফের ব্যাটিং করতে পাঠালেন বিরাট কোহলি। কিন্তু খেলা তিন ওভার গরাতেই আলোর অভাবে আবার খেলা বন্ধ হয়ে যায়। এমনিতে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এখন শুধুই সময়ের অপেক্ষা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.