শত প্রতিকূলতাতেও সমাজসেবায় ব্রতী শিক্ষকরা পড়াশোনার সামগ্রী তুলে দিলেন দুঃস্থ পড়ুয়াদের।
নজরবন্দি ব্যুরোঃ শত প্রতিকূলতা এবং সমস্যার মধ্যেও নিজেদের কর্তব্য ভোলেননি প্রাথমিক শিক্ষকরা। কন্টাই হ্যাপি টু হেল্প অর্গাইজেশন এবং প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে কাঁথিতে দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বই ও অন্যান্য পড়াশোনার সামগ্রী।
পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত ছত্রধরাতে এলাকার দুঃস্থ মেধাবী পড়ুয়াদের হাতে সারা বছরের বই, খাতা, পেন, পেন্সিল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল। পঞ্চম থেকে দশম শ্রেণীর মোট ৯ জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল সাহায্য৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অনিমেষ গিরি, বিপ্লব ভুঁইয়া, মনিকা কামিলা, কমল জানা, রশিদ মহম্মদ, সুরেশ জানা, রাজকুমার গিরি, বীর কুমার গিরি সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন প্রাইমারি বোর্ডের অভিজিৎ দাস, তৃষিতা প্রধান, সুচেতা প্রধান, রুপম গুড়িয়া প্রমুখ ব্যক্তিত্ব।অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অর্গানাইজেশনের পক্ষ থেকে সদস্য শিক্ষক শ্যামল জানা। পড়াশোনার সামগ্রী পেয়ে খুশি পড়ুয়ারা।
পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত ছত্রধরাতে এলাকার দুঃস্থ মেধাবী পড়ুয়াদের হাতে সারা বছরের বই, খাতা, পেন, পেন্সিল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল। পঞ্চম থেকে দশম শ্রেণীর মোট ৯ জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল সাহায্য৷

No comments