শ্রীরামপুরে পুলিশের লাঠিচার্জ! একাধিক স্টেশনে আটকে ট্রেন।
নজরবন্দি ব্যুরো: বামেদের ডাকা ধর্মঘটের আজ প্রথম দিন। সকাল থেকে একাধিক স্টেশনে রেল অবরোধের খবর পাওয়া গিয়েছে। অবরোধ তুলতে শ্রীরামপুরে পুলিশ লাঠিচার্জ করে। ট্রেন চলাচল খানিকটা স্বাভাবিক।
কলকাতার বিভিন্ন জায়গায় বামেদের মিছিল চলছে।
সোদপুরে ওভারহেডের তারে কলাপাতা ফেলে দেওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ফলে সকাল সকাল দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা। রেল অবরোধের চেষ্টা হয়েছে বেলঘরিয়া ও উত্তর বারাসত স্টেশনে। বারাসতেও সরকারি বাসে ভাঙচুর চালিয়েছে ধর্মঘটীরা।
কলকাতার বিভিন্ন জায়গায় বামেদের মিছিল চলছে।
সোদপুরে ওভারহেডের তারে কলাপাতা ফেলে দেওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ফলে সকাল সকাল দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রীরা। রেল অবরোধের চেষ্টা হয়েছে বেলঘরিয়া ও উত্তর বারাসত স্টেশনে। বারাসতেও সরকারি বাসে ভাঙচুর চালিয়েছে ধর্মঘটীরা।

No comments