অস্ত্রপচার সফল, ভালো আছেন রাকেশ রোশন।
নজরবন্দি ব্যুরোঃ গলায় ক্যানসার থাবা বসিয়েছিল রাকেশ রোশনের। কিন্তু আপাতত তিনি সুস্থ। একথা নিজেই জানিয়েছেন অভিনেতা-পরিচালক। আর দিন দুই পরেই বাড়ি ফিরবেন তিনি।
রাকেশ রোশন যে ক্যানসারে আক্রান্ত তা সম্প্রতি জানান হৃতিক রোশন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, কয়েক সপ্তাহ আগে তাঁর বাবার প্রাথমিক স্টেজের ক্যানসার ধরা পড়ে। রাকেশ স্কুয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত। এটি একধরনের গলার ক্যানসার।
এই ধরনের ক্যানসারে গলার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। রাকেশও এই রোগে আক্রান্ত। চিকিত্সকরা জানিয়েছেন, অস্ত্রোপচারও করাতে হবে তাঁকে।মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে রাকেশের অস্ত্রপচার হয়। বুধবার তিনি জানান, তিনি এখন সুস্থ আছেন। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ঠিক আছে। শুক্রবার বা শনিবার তিনি বাড়ি ফিরবেন।
রাকেশ রোশন যে ক্যানসারে আক্রান্ত তা সম্প্রতি জানান হৃতিক রোশন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, কয়েক সপ্তাহ আগে তাঁর বাবার প্রাথমিক স্টেজের ক্যানসার ধরা পড়ে। রাকেশ স্কুয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত। এটি একধরনের গলার ক্যানসার।
এই ধরনের ক্যানসারে গলার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। রাকেশও এই রোগে আক্রান্ত। চিকিত্সকরা জানিয়েছেন, অস্ত্রোপচারও করাতে হবে তাঁকে।মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে রাকেশের অস্ত্রপচার হয়। বুধবার তিনি জানান, তিনি এখন সুস্থ আছেন। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ঠিক আছে। শুক্রবার বা শনিবার তিনি বাড়ি ফিরবেন।
No comments