Header Ads

আরও একটা দুর্দান্ত শতরান পুজারার। বড় রানের পথে ভারত।

নজরবন্দি ব্যুরোঃ এ যেন মেলবোর্নের অ্যাকশন রিপ্লে সিডনিতে। ঝকঝকে ৭৭ রানের ইনিংস খেললেও ফের সেঞ্চুরি হাতছাড়া করলেন মায়াঙ্ক আগরয়াল।
তবে এখনো লড়ে যাচ্ছেন চেতেশ্বর পূজারা। ফের ওপেনিংয়ে ব্যর্থ কেএল রাহুল। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসেও ৪২ করেছিলেন তিনি। মেলবোর্নে যেখানে শেষ করেছিলেন সিডনিতে যেন সেখান থেকেই শুরু করেন মায়াঙ্ক। এদিন অজি বোলারদের রীতিমতো শাসন করেন কর্নাটকের এই ডান হাতি ওপেনার।


 অপরদিকে সিরিজের প্রথম তিন ম্যাচে দু'টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করা চেতেশ্বর সিডনিতেও সেঞ্চুরি করে ফেললেন। ১৯৯ বলে শতরান করলেন তিনি। এই সিরিজে এটি তাঁর ৩ নম্বর সেঞ্চুরি। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত ৪ উইকেটে ২৫০ রান করেছে। পুজারা ১০৩ ও বিহারী ৪ রানে ব্যাট করছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.