Header Ads

ক্ষমতার লড়াই নয়, চাই হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা, প্রতিবাদে আগামি ম্যাচ বয়কট মোহনবাগান সমর্থকদের।

নজরবন্দি ব্যুরোঃ ক্লাব ফুটবলের ইতিহাসে মোহনবাগান এক প্রথম সারির দল। তবে সেই দলের অন্দরেই ঘুন ধরছে তিলে তিলে। আর তারই বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে মোহনবাগানের চিরকালীন শুভাকাঙ্ক্ষী সমর্থকদের একটা বড় অংশ।

তাদের প্রতিবাদ ক্লাব কর্পোরেট ম্যানেজার সহ আত্মঅহংকারী কর্মকর্তাদের বিরুদ্ধে। ক্রমশ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ক্লাব৷ খেলা নয়, প্রাধান্য পাচ্ছে ক্ষমতা প্রতিষ্ঠা। লিগ টেবিলের প্রথম সারিতে থাকা দল আজ দলাদলিতে জর্জরিত। যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে, দাবি সমর্থকদের। তাই দল জিতলো কি হারলো সেই তাৎক্ষণিক প্রভাবে প্রভাবিত না হয়ে দলের সার্বিক উন্নতির কারণেই প্রতিবাদের পথে তারা৷

বিগত বছরের জুন মাস থেকেই ক্লাবের এই অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন এই শুভাকাঙ্ক্ষী সমর্থকরা। এই লড়াই তাদের চলবে যতদিন না ক্লাব অবক্ষয় থেকে সরে আবার পুরনো মর্যাদায় ফিরছে, জানিয়েছেন প্রতিবাদীরা। এমনকি বিধাননগর পুলিশ ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আগামি ম্যাচ বয়কট করতে চলেছেন তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.