Header Ads

জয় দিয়ে বাগানে শুরু হল খালিদ জামানা।

নজরবন্দি ব্যুরোঃ টানা দুই ম্যাচে হারের পর খালিদের কোচিংয়ে প্রথম ম্যাচে সহজ জয় পেল সবুজ মেরুন। মোহনবাগান জিতল ২-০ গোলে। সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম গোল পেলেন ওমর।
গোলে ফিরলেন ডিকাও। আই লিগ মরশুমের পঞ্চম গোলটি তুলে নিলেন তিনি। শুধু খেলার ফলাফল নয়, এদিনের ম্যাচে ফুটবলারদের সার্বিক পারফরম্যান্সও স্বস্তি দেবে মোহন সমর্থকদের।

শঙ্করলালের উত্তরসূরি হিসেবে সোমবার খালিদের নাম ঘোষণা করেছিলেন বাগান কর্তারা। তবে দলের দায়িত্ব নিয়েছিলেন মঙ্গলবার। আর বুধবার যুবভারতীতে তাঁর কোচিংয়ে মিনার্ভা পঞ্জাবকে ২-০ হারাল মোহনবাগান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.