Header Ads

জেনারেল ক্যাটেগরির জন্যেও এবার সংরক্ষণ, বিল পাশ করলো মোদী সরকার।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আগেই বড়সড় সাফল্য পেলো মোদী সরকার। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল আর্থক ভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের জন্য সংরক্ষণ বিল।

শিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে আর্থিক ভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণরাও এবার থেকে ১০ শতাংশ সংরক্ষণে সুবিধা পাবেন, মঙ্গলবার রাজ্যসভাতে পাশ হয়ে গেল এই বিল। বুধবার বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব খারিজ হয়ে যায়। উচ্চবর্ণের জন্য এই সংরক্ষণ বিলের সমর্থনে ভোট পড়ে এদিন ১৬৫টি, যেখানে বিপক্ষ ভোট ছিল মাত্র ৭টি। এতদিন পর্যন্ত শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতিরাই এই সুবিধা পেতেন। এবার পিছিয়ে পড়া উচ্চবর্ণরাও পাবেন এই সংরক্ষণের সুবিধা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.