মনমোহন সিং এর পর এবার বলিউডে মোদীর বায়োপিক! অভিনেতা কে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বায়োপিক 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ঘিরে বিতর্ক শুরু হয়েছে কেন্দ্রীও রাজনীতিতে।
এবার পালা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের!মোদীর বায়োপিক ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার জানাগেল ছবির পরিচালকের নাম। তিনি হলেন 'মেরি কম' এর মতো বায়োপিক তৈরি করা পরিচালক উমাঙ্গ কুমার।
ছবিটির প্রথম পোস্টার আসতে চলেছে আগামী ৭ জানুয়ারি।মোদীর বায়োপিক -এ নাম ভূমিকায় থাকছেন বিবেক ওবেরয়।বায়োপিকের নাম 'পিএম নরেন্দ্র মোদী' হবে বলেই জানানো হয়েছে।
এবার পালা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের!মোদীর বায়োপিক ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার জানাগেল ছবির পরিচালকের নাম। তিনি হলেন 'মেরি কম' এর মতো বায়োপিক তৈরি করা পরিচালক উমাঙ্গ কুমার।
ছবিটির প্রথম পোস্টার আসতে চলেছে আগামী ৭ জানুয়ারি।মোদীর বায়োপিক -এ নাম ভূমিকায় থাকছেন বিবেক ওবেরয়।বায়োপিকের নাম 'পিএম নরেন্দ্র মোদী' হবে বলেই জানানো হয়েছে।


No comments