Header Ads

বাম ধর্মঘটের পরদিনই বিক্ষোভ মিছিলের ডাক MGNREGA কর্মীদের।

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দেশ জুড়ে চলছে ধর্মঘট। রাজ্যের একাধিক জায়গায় তার প্রভাব পড়েছে ভালোমতো। এরই মধ্যে ধর্না ও অবস্থান বিক্ষোভের কথা ঘোষনা করলো MGNREGA সুপারভাইজার অ্যাসোসিয়েশন।

১০০ দিনের কাজের কর্মীরা এবার পঞ্চায়েত স্তরে বিভিন্ন সরকারি কাজের সঙ্গে যুক্তকরণ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে ধর্না ও অবস্থান বিক্ষোভের ডাক দিলেন। আগামিকাল সকাল ১০টা থেকে শুরু হবে বিক্ষোভ। ১০ জানুয়ারি বিক্ষোভকারীরা রামলীলা পার্কে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে এগোবেন এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা মেট্রো চ্যানেলে। এরপর মিছিল পৌঁছবে লেনিন সরণী, চাঁদনি চক ওয়াকব বোর্ডের দিকে।

যে যে দাবি গুলিকে সামনে রেখে আমাগিকাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে সেগুলি হল, MGNREGA সুপারভাইজারদের স্থায়ীকরণ, ন্যূনতম সাম্মানিক ভাতা, পিএফ, স্বাস্থ্যবিমা ও স্বাস্থ্যসাথী চালু করা, পঞ্চায়েতের অন্যান্য কাজের সাথে যুক্ত করা, সেনসাস ও ভোটের কাজে নিযুক্তকরণ, জবকার্ডধারীদের কাজের শেষে এক সপ্তাহের মধ্যে পেমেন্ট প্রভৃতি। দাবি না মানা হলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.