Header Ads

সরানো হল ফালাকাটার আইসি সৌম্যজিত্‍ রায়কে।

নজরবন্দি ব্যুরোঃ শেষ পর্যন্ত সরানো হচ্ছে আলিপুরদুয়ার জেলা ফালাকাটার আইসি সৌম্যজিত্‍ রায়কে। ফালাকাটা থানার মধ্যে জেলাশাসকের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের জেরে মারধর করা হয়েছিল।

থানার মধ্যে জেলাশাসক ও তাঁর স্ত্রীর মারধর করার ভিডিও ভাইরাল হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।
 ফলে শেষ পর্যন্ত সরতেই হচ্ছে থানার আইসিকে।সূত্রের খবর জলপাইগুড়ির বাসিন্দা সৌম্যজিত্‍ রায়কে পাঠানো হচ্ছে কোচবিহার থানায়। সেখানকার আইসি সমীর পালকে ফালাকাটা থানায় বদলি করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.