আবার বড়বাজার গোডাউনে আগুন। ভস্মীভূত সমস্ত সামগ্রী।
নজরবন্দি ব্যুরোঃ আবার অগ্নিকান্ড কলকাতায়। গতকাল মাঝরাতে বড়বাজারের একটি গোডাউনে আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোডাউনের সমস্ত জিনিস। দমকলের ছ'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার রাতে আর্মেনিয়ান স্ট্রিটের একটি কাগজের গোডাউনে আগুন লাগে। স্থানীয় কিছু বাসিন্দা আগুন পোহাচ্ছিলেন। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই আগুন লাগে গোডাউনে। আগুন দেখতেই দমকলে খবর দেওয়া হয়। এরপর দমকলের ছ'টি ইঞ্জিন এসে আগুন নেভায়। তবে গোডাউনে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়িও।
কোন মন্তব্য নেই