Header Ads

ইন্ডিয়ান অ্যারোজ কে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে লাল-হলুদ।

নজরবন্দি ব্যুরোঃ আজ ভুবনেশ্বরে আই লীগের ম্যাচে ইস্টবেঙ্গল হারালো ইন্ডিয়ান অ্যারোজ কে ২-১ গোলে , এ দিন লাল-হলুদ জার্সিতে অভিষেক হল অ্যান্টোনিও ডোভাল-এর।
জাস্টিনকে একক স্ট্রাইকারে রেখে ঠিক তার পিছনে আক্রমণাত্বক মিডফিল্ডারের ভূমিকায় ডোভালকে খেলান মেনেন্দেজ।লাল-হলুদ বাহিনীর লাগাতার আক্রমণে দিশাহারা হয়ে পরে ইন্ডিযান অ্যারোজে। বাইমের ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দিয়ে লাদানমাওয়িয়া রালতে লালহলুদের গোলের খাতা খোলেন।এরপর ৬৪ মিনিটে প্রথম ম্যাচেই নিজের জাত চেনান ডোভাল।
একটি লবে অ্যারোজ রক্ষণ চিড়ে তিনি বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন হাইমের পরিবর্ত হিসেবে মাঠে আসা সামাদ আলিকে। তাঁর বুলেটের মতো শট অ্যারোজ গোলরক্ষক আটকালেও ফিরতি বলে ফাঁকা গোলে বল ঠেলেন জাস্টিন। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আশীষ রাইকে মনোজ মহম্মদ লাল-হলুদ বক্সের মধ্যেই ফাউল করেন। ফলে পেনাল্টি পায় অ্যারোজ।

রক্ষিত দাগার ঠিক দিকতে ঝাঁপিয়েও মেইতেই-এর শট আটকাতে পারেননি। এই জয়ের ফলে ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে উঠে এল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.