Header Ads

"লোকসভাতে দিদির পুলিশ থাকবে না, থাকবে দাদার পুলিশ!" তৃণমূলকে সাবধান করলেন দিলীপ

নজরবন্দি ব্যুরো: অনুপ্রবেশকারীদের নিয়ে দেশের মধ্যে সবসময় সোচ্চার থাকেন বিজেপি। এবার সেইও ধারাবাহিকতা বজায় রেখে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন "বাংলাদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই দেশের নাগরিকত্ব পাবে।
কিন্তু বাংলাদেশ দিয়ে যে মৌলবাদী মুসলিমরা এসে এই দেশে যারা ঝামেলা পাকাতে চাইলে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেব"।
এর পরে তিনি আরও বলেন ‘‘পঞ্চায়েত ভোট ওনারা(মুখ্যমন্ত্রী) করেছেন। আর পার্লামেন্ট ভোট আমরা(দিলীপ বাবুরা) করব। তখন আপনারা গ্রাউন্ডে খেলছিলেন আমরা গ্যালারিতে বসে সেই খেলা দেখেছি। এবার উল্টো ঘটনা ঘটবে। লোকসভা ভোটে দিদির পুলিশ থাকবে না, থাকবে দাদার পুলিশ। তৃনমূলের গুণ্ডারা বুথের কাছে এলে রুল বেতের বাড়ি খাবেন তারা।’’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.