Header Ads

ধর্মঘটের দিনে JEE সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা! সূচি বদলের আর্জি সিটু।

নজরবন্দি ব্যুরোঃ আগামি ৮ ও ৯ জানুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম৷ বহুদিন আগে থেকেই এই ধর্মঘটের দিন ঘোষিত হয়েছে। তবে ওই সময়েই পড়ার সম্ভাবনা JEE Main সহ আরও বেশ কিছু রাজ্য ও কেন্দ্রীয় সরকারি পরীক্ষা।

সেই সমস্ত পরীক্ষার সূচি পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে চিঠি পাঠাচ্ছেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। তিনি জানিয়েছেন, প্রায় তিন মাস আগে ধর্মঘটের দিন ঘোষণা করা হয়েছে। তবে অনুমান করা হচ্ছে ওই সময়টায় জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা পড়বে৷ এছাড়া কিছু স্কুল কলেজের পরীক্ষাও থাকতে পারে ওই দিনে৷ তাই আগে থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতারা। রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.