Header Ads

আলিপুরদুয়ারে বিজেপি-তে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াল তৃণমূল!

নজরবন্দি ব্যুরো: আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে তৃণমূল যুব কংগ্রেসের সর্ব-ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাজার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি নেতা কুশল চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
এদিন ফালাকাটাতে তৃণমূল কংগ্রেসের ১৯ জানুয়ারি ব্রিগেডের সভা সফল করতে ফালাকাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। এদিন কুশল চট্টোপাধ্যায়ের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুশল বাবু আগে বিজেপি-র টাউন ব্লক সাধারণ সম্পাদক, টাউন ব্লক সভাপতি ও বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক মত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
কুশল চট্টোপাধ্যায় গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার   থেকে বিজেপি-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় কুরি-হাজারের মত ভোট পায়। কুশল চট্টোপাধ্যায় মত নেতা তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে আলিপুরদুয়ারে বিজেপি বড়সড় ধাক্কা খেল বলে মনে করেন ওই এলাকার মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.